কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়ন পশ্চিমের চেয়ারম্যান জনাব, জসিম উদ্দিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন।
তিনি আজ ২৬ আগস্ট ( সোমবার ) তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান।
তিনি বলেন, আপনারা একবার ত্রাণ দিয়েই আপনাদের কর্মসূচি শেষ করবেন না। আপনাদের কর্মসূচি অব্যাহত রাখুন। বন্যায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলোকে খাবার খেতে হয়। যা এখানকার মানুষের তুলনায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়া বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টির কারণে সড়ক-মহাসড়কের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এলাকার দোকানপাট গুলোতে খাবার সংকট চলছে। তাছাড়া কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী অতিরিক্তি দামে পণ্য বিক্রয় করছে।
চেয়ারম্যান জসিম উদ্দিন আরো বলেন, দিন-মজুর ও নিম্ন শ্রেণি পেশার মানুষজন কারও কাছে সহায়তা চাইতেও পারছে না, পরিবারের লোকদের ক্ষুধাও সহ্য করতে পারছেন না।
তিনি আরোও বলেন, এই বন্যা ও জলাবদ্ধতা এক দিনের নয়। এখনও যে অবস্থায় আছে, বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো মাস খানেক সময় লাগবে। তবে সেটি অবস্থান ভেদে কম-বেশি হতে পারে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, অর্থ নয়, ত্রাণ নিয়ে এগিয়ে আসুন।
উল্লেখ্য, নাঙ্গলকোট উপজেলা ১০নং জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের অধীনে ১৩টি গ্রামে প্রায় ২০হাজার লোক পানি বন্দী এবং ৯টি ওয়ার্ডে আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০০০ লোক অবস্থান করছেন। এর মধ্যে অধিকাংশ পরিবার ৩-৪ ফুট পানির মধ্যে নিমজ্জিত।
১৭১ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
২১৯ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
২২৩ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
২২৪ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৭ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৪৬ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৮৯ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৯৫ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে