আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যেকে সুখী করা। কথায় আছে, পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরীব হয়নি, বরং গরীব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি। সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্ত-মানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দই যেন খুঁজে পেয়েছে চট্টগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও কুমিল্লা নাঙ্গলকোটের কৃতি সন্তান এ.আর.কামরুল ইসলাম।
সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক সমাজকর্মের ভূমিকা অপরিসীম। মহান সেই উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালে নিজের প্রচেষ্টায় একঝাঁক তরুণদের নিয়ে গড়ে তুলেছেন 'আমাদের আলোকিত সমাজ' নামক একটি স্বেচ্ছাসেবী ও সমাজসেবা মূলক সংগঠন ।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা, উপজেলায় সংগঠনটির শাখা কমিটি গঠন করে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি।
বদলে যাও, বদলে দাও, আলোকিত মানুষ হও এই স্লোগানকে সামনে রেখে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষর, ভিক্ষুকমুক্ত ও বৈষম্যহীন করার লক্ষ্যে কাজ করছে এই সংগঠনে বিভিন্ন শাখা নেতৃবৃন্দ। এছাড়া কর্মহীন ও দরিদ্রদের কর্মসংস্থানের ব্যবস্থা, বাল্যবিয়ে রোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী সমাজকে আত্মনির্ভরশীল, পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার এবং গৃহহীনদের গৃহনির্মাণসহ সব ধরনের সেবামূলক কর্মকাণ্ডের জন্যই যেন জন্ম সংগঠনটির।
১৭২ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
২২০ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
২২৪ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে
২২৫ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৮ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৪৭ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৮৯ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৯৬ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে