নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালিত
নূরনবী হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলায় বিশ্ব পরিবেশ দিবস-২৩ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে শোভাযাত্রা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১০ টায় সার্কিট হাউস থেকে বের হয় একটি বিশাল শোভাযাত্রা। এটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ কালেক্টরেট- এর সহকারী কমিশনার মো. ইকবাল হুসাইন। এ সময় নওগাঁর জেলা পরিবেশ কর্মকর্তা মোঃ মলিন মিয়া, জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে এ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
৪৫ দিন ১৫ মিনিট আগে
৫৪ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
৫৪ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৭৯ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৮ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২৩ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
১২৪ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪৫ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে