নবাবগঞ্জ উপজেলায় বিএনপির অবৈধ হরতাল অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সংগঠনের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া।
বুধবার দুপুরে উপজেলার কোমরগঞ্জ এলাকা থেকে একটি শান্তিপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমাবেশ করে দলটি।
এ সময় আব্দুল বাতেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও জামায়াত মিলে দেশটাকে আবার পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ তা হতে দেবে না। আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। নবাবগঞ্জে কোনো অবরোধ নাই, যানবাহন ঠিকঠাক চলছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ থেকে যাকে নৌকার টিকিট দেওয়া হবে আমরা তার জন্য মাঠে কাজ করব এবং বিপুল ভোটে নির্বাচিত করে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব ইনশাল্লাহ।
অপরদিকে উপজেলা কৃষক লীগ প্রায় দুইশতাধিক নেতাকর্মী নিয়ে শান্তি সমাবেশ করেছে। এসময় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সাদের হোসেন বুলু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান স্বপনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৩৭ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩৮ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪২ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪২ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৬২ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৩০ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩২৫ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৮০ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে