জীবন অনেক দামি
কলমে,"নাজমুল"
আত্মহত্যা পাগলামি,জীবন অনেক দামি।
মানুষ যখন নিঃস্ব হয়ে,
নিজেকে ভাবে অসহায়।
শয়তানের প্ররোচনায়,
জীবনটা দিয়ে দেয়।
সম্পর্ক,ভালোবাসা আর মনের আশা,
হয় না যখন সমন্বয়।
তখনই বুঝি মানুষ তার,
জীবনটা দিয়ে দেয়।
সৃষ্টিকর্তা ভালোবেসে সৃষ্টি করলেন যারে,
যার জন্য এত কিছু এই জগত সংসারে।
সে অসহায় হয় কেমন করে?
ধৈর্যের বড়ই অভাব,
এখন আমাদের ভিতরে।
টাকা তো অনেকেরই আছে,
ধৈর্য আছে কজনার ঘরে।
যার কাছে সকল ক্ষমতা,
সকল বাহাদুরি।
তাঁর প্রতি বিশ্বাস রেখে,
ধৈর্য দিয়ে জীবন গড়ি।
১৪ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
৪২ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৩ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৯ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৬০ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৬১ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে