"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিয়ামতপুরে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম ,প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ,উপজেলা তথ্য অফিসার রাসেল রানা উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর শাখার সভাপতি আব্দুল আজিজ শেখ, ছাত্র সমন্বয় অমিত হাসান, বিআরডিপির চেয়ারম্যান আব্দুর রহমান বাবুসহ সকলে জাতীয় ভোট দিবস উপলক্ষে বিভিন্ন রকম বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।"
১২ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
২৯ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৪১ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৭ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৮ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৯ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে