নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের গনপুর বাজিনাপুকুর এলাকা থেকে (২০০) গ্রাম গাঁজাসহ আটক করে। পরে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। শরিফুল ইসলাম হাজিনগর ইউনিয়নের গণপাড়া এলাকার আলেফ হোসেনের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, বুধবার ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে গনপুর এলাকায় এক আম বাগানে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্হিতি টের পেয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে স্হানীদের সহায়তায় ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে তার বাড়িতে পুলিশ উপস্হিত হলে হাতে থাকা গাঁজার ব্যাগসহ তাকে ধৃত করে। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
থানা ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আল মাহমুদ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
১৪ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
৪২ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৩ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৯ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৬০ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৬১ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে