নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের জামেয়া সরাফাতিয়া এতিমখানা ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দিন।
বৃহস্পতিবার বিকার ৪ টার সময় মুছাপুর ইঊনিয়নের জামেয়া সরাফাতিয়া এতিমখানা প্রাঙ্গণে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী'র লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেন কোম্পানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহছান উল্যাহ ভুট্রো,এতিমখানা ম্যানেজিং কমিটির সকল সদস্য,শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মাঈন উদ্দিন বলেন তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী গত ৫আগষ্ট জামেয়া সরাফাতিয়া এতিমখানা ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা উপ পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় বরাবরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায় প্রায় ২০ বছর যাবৎ জামেয়া সরাফাতিয়া এতিমখানাা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নির্দিষ্টি কমিটি না থাকায় বিভিন্ন অনিয়ম, দূর্ণীতির মাধ্যমে মাদ্রাসা তহবিলের বিপুল অর্থ আত্মসাৎ করিয়া আসিতেছে। সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করিয়া নিজেরাই বারবার কমিটিতে বহাল থেকে দূর্ণীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ নিজেদের ইচ্ছামত ব্যয়ের মাধ্যমে আত্মসাৎ করিতেছেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারগনসহ আমাকেও কখনো কোন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দেয় নাই। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শিক্ষার মানোন্নয়নে আমি একাধিকবার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করিলেও এতিমখানার পক্ষ থেকে দায়িত্বরত ব্যক্তিগণ কোন রকম সহযোগিতা করে নাই। দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার কারণে মাদ্রাসাটি বিগত বছর গুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরুপ মনোভাবের সৃষ্টি করে।
৪ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে