নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বড় ভাই মৌলভী তোফাজ্জল হক ও তার ছেলে এবং ভাতিজাদের বিরুদ্ধে সম্পত্তি জবর দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ করেছেন ছোট ভাই সিরাজ আলম।
শনিবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম হাবিলদারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে সিরাজ আলম ও তার মেয়ে ঝর্ণা বেগম তাদের বাড়িতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন।
সিরাজ আলম বলেন, আমার খরিদীয় ৬শতাংশ সম্পত্তি আমার বড় ভাই মৌলভী তোফাজ্জল হক ও তার ছেলে রাসেল, আলী, হুনু মিয়া ও একই বাড়ির ভাতিজা মানিক আমাদের সম্পত্তি জবর দখল করে আম গাছ, কলা গাছ, পেয়ারা গাছসহ সব গাছ কেটে নিয়ে গেছে। এসময় আমিন, ভুট্টো মেম্বার ও বাবুল মেম্বার উপস্থিত ছিলেন।
সিরাজ আলমের মেয়ে ঝর্ণা বেগম বলেন, আমাদের পরিবারে আমার পিতা ছাড়া কোন পুরুষ সদস্য নেই। তাই তারা সারা বছর আমাদের উপর অত্যাচার, অবিচার করে আসছে। ভুট্টো মেম্বার ও বাবুল মেম্বারের উপস্থিতিতে এ গাছগুলো কেটে ফেলেছে এবং সম্পত্তি জবর দখল করে নিয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের হুমকি ধমকিতে নিরাপত্তাহীনতায় দিন পার করছি। প্রশাসনের নিকট ঘটনা সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবী করছি।
অভিযোগ অস্বীকার করে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহিম বাবুল বলেন, আমরা সেখান থেকে চলে আসার পর তারা সম্পত্তি দখল করে গাছ কেটে ফেলেছে।
৪ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে