নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ব্যাটারি চুরি করার অভিযোগে রায়হান (১৯) নামে একজনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। রায়হান সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বুয়া মোলোইছা বাড়ির মো:বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সন্ধ্যার সময় সিরাজপুর ৫নং ওয়ার্ড থেকে রায়হানকে আটক করা হয়।
আটককৃত রায়হান ও তার সঙ্গীরা অটোরিক্সার ব্যাটারি চুরি করে বেশকিছু দিন গা ঢাকা দিয়ে ছিলো। হঠাৎ করে চোর চক্রের এক সদস্যকে এলাকায় ঘুরাঘুরি করার সময় দেখতে পেয়ে স্থানীয় জনতা এবং সিরাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শিবু ভৌমিক ও যুগ্ন সাধারন সম্পাদক ইউনুছ হোসেন সাজু পিছন থেকে ধাওয়া করে রায়হানকে আটক করে। সে আরো জানায়,তার সাথে একই ইউনিয়নের আকাশ ও রাব্বি নামে আরো দুই চোর চক্রের সদস্য রয়েছে। বিভিন্ন নেশাপানি করতে তারা চুরি করা পেশায় আসছে।
আটো রিকশা (মিশুক) এর মালিক নেজাম উদ্দিন বলেন, আমি খুবই গরিব মানুষ, বিভিন্ন মানুষের কাছ থেকে কিস্তির উপর টাকা নিয়ে গাড়িতে নতুন ব্যাটারি লাগাইছি। রাতে ব্যাটারি চার্জ দিয়ে আমি ঘুমাতে গেলে কে বা কাহারা আমার ঘরের টিন কেটে গাড়ির ব্যাটারি খুলে নিয়ে যায়। তার পরেরদিন আমি জানতে পারি আটককৃত রায়হাকে আমার বাড়ির পাশে ঘুরাঘুরি করতে ও ব্যাটারি নিয়ে যেতে অনেকে দেখছে এবং এর আগে ও সে একাধিক বার ব্যাটারি চুরির সাথে জড়িত ছিলো । তারপর আরো খোঁজখবর নিয়ে দেখি তাদের গ্যাং ই আমার ব্যাটারি চুরি করে নিয়ে যায়। ব্যাপক জিজ্ঞেসাবাদে সে স্বিকার করে যে তারা ৩জন মিলে ব্যাটারি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়েছে।
স্থানীয়রা জানান, এদের ১৭ জনের একটা গ্যাং আছে, এরা এলাকায় মোবাইল চুরি, অটোরিকশা চুরি, ব্যাটারি চুরি, মটর চুরি,টিউবওয়েল, হাইজ্যাকসহ বিভিন্ন অপরাধ করে বেড়ায়। তারা সবাই মসজিদে গিয়ে শপথ করছে ধরা খেলে ও একজন আরেক জনের নাম বলবে না। এরা এলাকার জন্য খুব বিপজ্জনক এদেরকে নিয়ে এলাকায় অনেক সমস্যা সৃষ্টি হয়েছে।এর আগেও এরা মানুষের বাড়ির কল,মটর,ব্যাটারি ইত্যাদি চুরি করে নিয়ে আসার অভিযোগ আছে। স্থানীয় মেম্বার এদের একাধিক বিচার করে ও কোনো প্রতিকূল করতে পারে নি। প্রতিনিয়ত অপরাধ করে যাচ্ছে। আমরা সমাজে আতঙ্কের মধ্যে আছি।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত সিরাজপুর ইউনিয়ন থেকে বিভিন্ন সময় গরিব দুঃখী মানুষ ধার দেনা করে এবং এনজিও থেকে কিস্তিতে অটো রিকশা (মিশুক) গাড়ী কিনে চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিছুদিন পরপরই খবর পাওয়া যায় অটো রিকশা চালককে অজ্ঞান করে, চুরি করে, মারধর করে, টাকা পয়সা নিয়ে যায় এই চোর চক্ররা। এই চক্রটির প্রতি অটোরিকশা চালকদের দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন, গতকাল রাতে পুলিশ খবর পেয়ে সিরাজপুর এলাকায় থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে
৪ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে