নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন এর সাথে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ,কে,এম আনোয়ার তোহা,সাধারণ সম্পাদক জাফর উল্যা পলাশ, সাংবাদিক এহসানুল আলম খসরু,রাশেদ উদ্দিন, নাজিম উদ্দিন খোকন,তবিবুর রহমান টিপু,শরফুদ্দিন শাহীন, সিরাজ উল্লাহ,নুর উদ্দিন মুরাদ,এস এম আরমান,নাছির উদ্দিন, ইমাম হোসেন খাঁন,রমজান আলী রানা,মেজবা উদ্দিন,আবু ছায়েদ শাকিলসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন সরকারের বিগত ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও বর্তমানে চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি সব সাংবাদিকদের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড লেখনীর মাধ্যমে তুলে ধরার জন্য আহবান জানান।