নোয়াখালী কোম্পানীগঞ্জে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির নিমিত্তে বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৩০ অক্টোবর (সোমবার) বিকেল ৩টায় বসুরহাট বাজারে বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মেজবা উল আলম ভূঁইয়া।
এসময় ধার্যমূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং ক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ না করায় একটি আড়তসহ ৪টি প্রতিষ্ঠানকে ৩৫০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা শেষে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মেজবা উল আলম ভূঁইয়া বলেন, দেশে কোনো ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের সংকট নেই। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্যবৃদ্ধি করেছে। এমন তথ্য পাওয়ার পর সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি আড়তসহ ৪টি প্রতিষ্ঠানকে ৩৫০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে সকল দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে। এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানিগঞ্জ থানার একটি দল।
৪ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে