ঢাকায় এসি বিষ্ফোরণে সেনবাগের স্বামী-স্ত্রী দম্পতি নিহত
রাজধানী গুলশানের একটি বাসায় এয়ারকন্ডিশন (্এসি)বিস্ফোরণে সেনবাগের বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ ওবায়দুল হক (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৬৮) স্বামী-স্ত্রী দম্পতি নিহত হয়েছে।
নিহতের বাড়ি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। ওবায়দুল হক ওই গ্রামের গফুর মাষ্টার বাড়ির গফুর মাষ্টারের ছেলে। লাশ দুইটি ঢাকার একটি হিমাঘারে রাখা হয়েছে। একমাত্র মেয়ে প্রকৌশলী কান্তা জার্মানীতে অবস্থান করছেন। মেয়ে দেশে আসার পর তার দাফন কাজ সম্পন্ন হবে।
নিহত ওবায়দুল হকের ভাতিজা গোপালপুর গ্রামের সাবেক মেম্বার মাহবুবুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় জানান, গতকাল (১২ অক্টোবর) মধ্যরাতে গুলশান-১ এর ৭ নম্বর রোডের ছয়তলা বাড়ির পঞ্চম তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ভবনে আগুন লাগার পর বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অগ্নিদগ্ধ হয়। এ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কাইজুল হক লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তাদের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
১ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫ দিন ১৩ মিনিট আগে