আজ পহেলা মে মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন- সংগ্রামের অনুপ্রেরণার এক দিন। শ্রমজীবী মানুষের আধিকার আদায়ের সংগ্রামে এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়।
সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে নানা কর্মসূচী ও র্যালীর মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১ টায় একটি র্যালী বের হয়।
র্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মজিবর রহমান সুপার মার্কেট কার্যালয় চত্ত্বরে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য এ,কে এম রেজাউল করিম তানসেন।
বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো: আনিছুর রহমান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন আজম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা জাসদের সভাপতি জিয়াউল হক শাহীন, গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনার ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ বকুল হোসেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মিন্টু, ইউনুছ আলী, মজনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এই মে দিবসে যে সকল শ্রমিক জিবন বিসর্জন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সারাদেশের শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের সমর্থন করেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
১ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে