বগুড়ার নন্দীগ্রামে সুজিত কুমার সরকার (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামের সুদেব কুমার সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে সুজিত কুমার সরকারের বাবা সুদেব কুমার সরকার তাঁর ঘরের দরজায় ডাকাডাকি করলেও কোনো সাড়া পায় না। পরে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখে তাঁর ছেলে ওই ঘরে তীরের সাথে দড়িতে ঝুলে আছে।
পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। এরপর কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
১ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে