রাজশাহীতে জাতীয় যুব সংহতি মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৮ মে ২০২৩ সোমবার রাজশাহীর সুনামধন্য রেষ্টুরেন্ট কুকিজারে কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর কমিটির আহবায়ক সাজিদ রওশন ঈশান এর সভাপতিত্বে এবং রাজশাহী মহানগর কমিটির সদস্য সচিব শেখ মাহমুদুন নবী তুষার এর সঞ্চালণায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জাতীয় যুব সংহতির আহবায়ক এইচ এম শাহরিয়ার আসিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ বাংলাদেশে লাখ লাখ বেকার যুবক কর্মসংস্থান না থাকায় বিপদগামী হয়ে পড়ছে, তাই যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি দাবি জানান। জনগণের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছে জাতীয় পার্টি, মানুষের ভোটের অধিকার আদায়ে তিনি সব সময় রাজশাহীর মানুষের পাশে থাকবেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও আহবায়ক মো: সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও আহবায়ক অধ্যাপক আবুল হোসেন,রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও যুগ্ন আহবায়ক জাতীয় যুব সংহতি মো: ওয়াসিউর রহমান দোলন সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৩০৩ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৩০৪ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
৩৪৬ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪৯ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৬৬ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
৩৬৯ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪০৩ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪০৬ দিন ১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে