রাজশাহী দুর্গাপুরে আনসার ভিডিপির নিজ জমি ৩৯ বছর পর প্রভাবশালীর কব্জা থেকে আনসার ও ভিডিপি নিজ সাইনবোর্ড টাঙ্গে দখলে নিয়েছে।
সোমবার বিকাল ৩ টার দিকে দূর্গাপুর উপজেলা জয়নগর ইউনিয়নের বাজুখলসী গ্রামে বাজুখলসী আনসার ভিডিপি ও সমিতি নামে সাইনবোর্ড টাঙ্গে দখলে
নেয়।
জানা যায়, ৩৯ বছর আগে দুর্গাপুর উপজেলা জয়নগর ইউনিয়নে বাজুখলসী গ্রামের মৃত মনজুরুল ইসলাম ৫ শতক জমি আনসার ও ভিডিপি ক্লাবের নামে দান করেন।
দুর্গাপুর উপজেলা আনসার ও ভিডিপি ক্লাব ও সমিতি স্হাপন ১৫- ১২- ১৯৮৩ সালে বাজুখলসী মৌজা দাগ নং সাবেক ১৬২৭ সিএ-৪৭২ হাল-৩৩১৬ আরএস খতিয়ান নং হাল নং ৪৩৭ সিএ- ৪৭২ জেল নং ২১ জমির পরি মান ০৫ শতক বাজুখলসী আনসার ভিডিপি ও সমিতি ক্লাবের সাইনবোর্ড টাঙ্গানোর সময়ে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ
হামিদা খাতুন , টিআই মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মোঃ আক্কাস আলী, মোঃ ইদ্রিস আলী, উপজেলা আনসার ও ভিডিপি লিডার
মোঃ আঃ রশিদ,৷ ৭ নং জয়নগর ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডার জিয়াউর রহমান, শহিদুল ইসলামসহ বাজুখলসী আনসার ভিডিপি ও সমিতি সকল সদস্য উপস্থিত ছিলেন।
৩০৪ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৩০৫ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৪৬ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৪৯ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬৭ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৭০ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৪০৪ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৪০৭ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে