পলাশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিনার হোসেন খান
নরসিংদীর পলাশে বালক/বালিকা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
১০ জুন ২০২৩ পলাশ থানা মডেল উচ্চবিদ্যালয় ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) (সিজন: ২০২২-২০২৩) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফুটবল প্রেমী রবিউল আলম মহোদয় এর সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ঘোড়াশাল পৌরসভা বনাম ডাঙ্গা ইউনিয়ন পরিষদ অংশ গ্রহন করে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, জিনারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবের উল হাই। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ ফুটবল প্রেমী এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।