পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃক আয়োজিত বাৎসরিক পিঠা উৎসব পালিত।
নরসিংদীর পলাশে ২ জানুয়ারি ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব ও প্রদর্শনী পালন করা হয়। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান উক্ত পিঠা উৎসবের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা আলম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নরসিংদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসফিকা হোসেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ নরসিংদী, অঞ্জন দাস অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নরসিংদী, মিলন কৃষ্ণ হালদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পলাশ নরসিংদী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, আব্দুল খালেক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন, আহ্বান মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনার হোসেন খান এবং পলাশ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পলাশ বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে অবস্থিত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আরিফ পাঠান উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করেন। উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রী কর্তৃক আয়োজিত প্রায় ২০টি পিঠার স্টল ছিল। মেলায় ঢুকতে প্রথমেই চোখে পড়ে দ্য ডেন্টিস পয়েন্টের পিঠার স্টল এবং একে একে পিঠার স্টল গুলি প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিরা প্রদর্শন করেন। পিঠা উৎসব মেলায় প্রায় দেড় শতাধিক রকমারি পিঠার উপস্থাপন করা হয়। জমজমাট উৎসবমুখর পিঠা উৎসব অনুষ্ঠানে দিনব্যাপী কয়েক হাজার দর্শক ভরপুর ছিলেন। দর্শকরা পিঠা খেয়ে এবং রকমারি পিঠা দেখে আনন্দমুখর দিন যাপন করেন।
৬৫ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৮ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯২ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
১২৩ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭২ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৮৫ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৯৬ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে