নরসিংদীর পলাশে ঐতিহ্যবাহী জনতা আদর্শ বিদ্যাপীঠ আয়োজিত ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২২ জানুয়ারী বুধবার ২০২৫ প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে প্রধান শিক্ষক মোঃ মাসুদ খান এর সাধারণ ব্যবস্হাপনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যাপীঠ এর কার্যকরী কমিটির সভাপতি ও আকিজ বশির গ্রুপের জনতা জুট মিলস লিঃ এর চীপ অপারেটিং অফিসার হেলাল আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি ও জনতা জুট মিলস লিঃ এর মহা ব্যবস্হাপক মোঃ মতিউর রহমান।
সকাল ৯ টায় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলন কৃষ্ণ হালদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পলাশ নরসিংদী। ডাঃ ইন্নামিন বুলবুল প্রধান মেডিকেল কনসালটেন্ট জনতা জুট মিলস মেডিক্যাল সেন্টার, মহফুজা খান ইউসুফজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ নরসিংদী, মোঃ খোরশেদ আলম উপজেলা সহকারী শিক্ষা অফিসার পলাশ নরসিংদী।
এছাড়াও বিশেষ আমন্ত্রণে নেদারল্যান্ডের দু'জন বায়ার উপস্থিত থাকায় জনমনে অনেকটাই আকর্ষণ বেড়ে যায়।নেদারল্যান্ডের মি. ব্রাউডি ভ্যান ফ্রাসেন এবং মি. সান্ডার ব্রেগম্যান সহ প্রধান পৃষ্ঠপোষক মোঃ মতিউর রহমান ও ঢাকা প্রধান কার্যালয়ের কর্মকর্তা মাহবুব হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অতিথির আসনে গ্রহণ করেন প্রধান শিক্ষক মোঃ মাসুদ খান।
উর্ধ্বঃ ব্যবস্হাপক এবং কমপ্লায়েন্স মোঃ আনিসুল হকের পৃষ্ঠপোষকতায় প্রধান বিচারক মন্ডলী হিসেবে ডাঃ ইন্নামিন বুলবুল, মোস্তফা কুদরাত-ই-খুদা, লুৎফর কবির উপস্থিত ছিলেন।
সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগের পর মি.ব্রাউডি ভ্যান ফ্রাসেন গোলক নিক্ষেপ করে খেলার সূচনা করেন। তারপর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে দিনব্যাপী বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালিত হয়। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, অবিভাবক সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
৬৫ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৬৮ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯২ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
১২৩ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭২ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৮৫ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৯৬ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে