নরসিংদীর পলাশে প্রাকৃতিক মনোরম পরিবেশে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে দেশীয় ফল উৎসব পালন করা হয়েছে।
২২ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে
শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করতে সৃজনশীল ভূমিকা পালনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে এক ধাপ এগিয়ে নিতে "পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ" ছাত্র /ছাত্রী আয়োজিত দেশীয় ফল উৎসব পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ শরিফুল হক। প্রধান অতিথি ফল উৎসবের বিভিন্ন ফলের দোকান পরিদর্শন করেন। পলাশ তথা নরসিংদী জেলার সবচেয়ে বড় ফল উৎসব অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে দেশীয় ফলের সমাহারের মাধ্যমে উপস্থাপন করেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব মোঃ আরিফ পাঠান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম শফি, পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন খান সহ পলাশ রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্হার সফলতা অক্ষুন্ন রেখে সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য লালন করতে দেশীয় ফল ও উৎপাদিত পণ্যের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশীয় ফল উৎসবের আয়োজন করেছে। ছাত্র ছাত্রীরা নিজেদের প্রতিভার মাধ্যমে নাচ, গান, নাটক অভিনয় করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রায় ১১৭ জন ছাত্র ছাত্রী উপস্থাপন করেন।
পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর প্রিন্সিপাল জনাব মোঃ আরিফ পাঠান পলাশ উপজেলার সাংবাদিক সংগঠন উপজেলা প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক ফোরাম ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দদের মাঝে সন্মাননা ক্রেষ্ট উপহার প্রধান করেন। এ সময় প্রিন্সিপাল জনাব মোঃ আরিফ পাঠান সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সামাজিক উন্নয়ন সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন। শিক্ষা প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর প্রফেসর মোঃ মেজবাহ উদ্দিন ভুঁইয়ার তত্বাবধানে দেশীয় ফল উৎসবের সমস্ত ষ্টলগুলো ছাত্র ছাত্রীদের মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্য তুলে ধরেন। এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ফল উৎসবে উপস্থিত ছিলেন।
৬৭ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭০ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯১ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৯৪ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
১২৫ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
১৭৪ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
১৮৭ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
১৯৮ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে