নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীর তীরে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বিনোদনের জন্য গড়ে উঠছে
শীতলক্ষ্যা রিভার ভিউ পার্ক। এখানে আসতে হলে পলাশের যে কোন জায়গা থেকে সড়ক পথে পলাশ সারকারখানা হয়ে কাঁঠালিয়া পাড়া নিজাম উদ্দিন নৌকা ঘাট এবং নদী পথে ঘোড়াশাল, কালীগঞ্জ, রানীগঞ্জ, চরসিন্দুর থেকে নৌকাযোগে নিজাম উদ্দিন নৌকা ঘাটে আসতে হবে। নরসিংদীর পলাশ শিল্প এলাকার সর্বস্তরের জনগণ দীর্ঘদিন যাবত বিনোদনের জন্য কোন পার্ক না থাকায় ঘোড়াশাল রেডব্রিজ,ঘোড়াশাল প্লাগ ষ্টেশন ও চরসিন্দুর ব্রিজকে বিনোদনের স্হান হিসেবে বেছে নিয়েছেন। যার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হতে হয় এবং নানা ধরনের হয়রানি ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। এ-ই সমস্যার কথা ভেবে সামাজিক দায়িত্ব বোধ থেকে পলাশ উপজেলার কাঁঠালিয়া এলাকায় নিজাম উদ্দিন এর বড় ছেলে সামসুল হক নিরাপদ বিনোদনের জন্য শীতলক্ষ্যা নদীর তীরে শীতলক্ষ্যা রিভার ভিউ পার্ক তৈরী করেন। এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম রাইড,নৌ বিহারের জন্য স্পীড বোট
ও বজরার ব্যবস্হা এবং রিভার ভিউ উপভোগ করার জন্য নদীর কোল ঘেষে ছাউনি রয়েছে। সুতরাং পলাশবাসী বিনোদনের জন্য এখন থেকে আর কোন ব্রিজ বা রেল স্টেশন নয়, চলে আসুন কাঁঠালিয়া পাড়া নিজাম উদ্দিন নৌকা ঘাট শীতলক্ষ্যা রিভার ভিউ পার্ক।