পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান
নরসিংদীর পলাশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪ র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৪ জুলাই ২০২৩ রোজ শুক্রবার বিকেল ৫ ঘটিকায় পলাশ ঘোড়াশাল পৌর এলাকার জাতীয় পার্টির কার্যালয়ে ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল করিম বাবুল এর সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব শামীম আল আজাদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশ নির্বাচনী এলাকা জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপ এডঃ সিরাজউদ্দীন মোল্লা , এডঃ সারোয়ার হোসেন মোল্লা, এডঃ আব্দুস সালাম, শেখ মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী সরকার, সরফত আলী শরৎ, সিরাজুল ইসলাম ভূইয়া এবং পলাশ উপজেলা জাতীয় পার্টির মঞ্জুর হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির প্রধান, আল আমিন সরাকার।
আমন্ত্রিত অতিথি হিসেবে নরসিংদী জেলা জাতীয় পার্টির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বক্তারা আলোচনা সভা ও দোয়া মাহফিলে
হুসেইন মুহম্মদ এরশাদ এর গুনাগুনের কথা তুলে ধরেন এবং তাঁর অসমাপ্ত কাজগুলো জননেতা এ এন এম রফিকুল আলম সেলিমের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। দোয়া মাহফিলে এরশাদ সহ জাতীয় পার্টির সকল কবরবাসীদের আত্নার মাগফেরাত কামনা করেন।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে পলাশ উপজেলা জাতীয় পার্টির সকল নেতা কর্মী উপস্থিত থেকে অনুষ্ঠানকে বিকেল থেকে রাত পর্যন্ত উপভোগ করেন। তাছাড়া পৌর এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে তোবারক বিতরণের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ হয়।