নরসিংদীর পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর বার্ষিক আনন্দ ভ্রমণ উপলক্ষে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর সমাধি ও নূহাশ পল্লীতে দিনব্যাপী জমজমাট আনন্দ আয়োজন। ২৯ জুলাই ২০২৩ রোজ রবিবার নরসিংদী জেলার পলাশ উপজেলার সাংবাদিক সংগঠন পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর গাজীপুর নূহাশ পল্লীতে দিনব্যাপী জমজমাট বাৎসরিক আনন্দ আয়োজন করেছে। সারা বছর কাজ করার ফাঁকে শারিরীক ও মানসিক প্রশান্তির জন্য এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
উক্ত আনন্দ আয়োজনে পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি শরীফ ইকবাল রাসেল, সিনিয়র সহ সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন খান,অর্থ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক মামুন মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাসেল সহ নেতৃবৃন্দ ও সদস্যরা দিনব্যাপী জমজমাট আনন্দ আয়োজন উপভোগ করেন।
ছায়াঘেরা পাখি ডাকা নিরিবিলি নির্জন প্রাকৃতিক পরিবেশ গাজীপুরের হোতাপাড়া এলাকায় অবস্থিত নূহাশ পল্লী পশ্চিমদিকে একপাশে প্রয়াত কবি ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর সমাধি রয়েছে। ভিতরে নানা রকম ফুল, ফল,ঔষুধ ও কাঠ গাছের সারি সারি বাগান প্রাকৃতিক মনোরম পরিবেশ তৈরি করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বিভিন্ন শ্রেণি পেশার দর্শনার্থীদের ভীড়ে মুখরিত হয়ে উঠে নূহাশ পল্লী।