পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান
নরসিংদীর পলাশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষকদের সমন্বয়ে মত বিনিময় সভা পালিত।
১২ আগষ্ট ২০২৩ রোজ শনিবার ঘোড়াশাল পৌরসভার আয়োজনে " আমরা গড়ব স্মার্ট বাংলাদেশ " প্রতিপাদ্যের আলোকে ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার এর সভাপতিত্বে ঘোড়াশাল পৌরসভা অডিটোরিয়ামে এক মত বিনিময় সভা পালিত হয়েছে।
দিনব্যাপী মত বিনিময় সভায় ঘোড়াশাল পৌর এলাকার সকল সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় , মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার সকল পর্যায়ের সম্মানিত শিক্ষকদের সমন্বয়ে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে মত বিনিময় সভায় পাঁচ শতাধিক সন্মানিত শিক্ষক উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ সাবেক সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ সাংসদ আলহাজ্ব ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম। পৌরসভার সন্মানিত কাউন্সিলরগন উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও সন্মানিত শিক্ষকবৃন্দ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মত বিনিময় করতে গিয়ে তাদের বক্তব্যে মুল্যবান মতামত তুলে ধরেন।