শিরোনামঃ স্বার্থপর
কলমেঃ মিনার হোসেন খান কাজল
বিভাগঃ কবিতা
দু' দিনের এ-ই দুনিয়াতে
সবাই স্বার্থপর,
স্বার্থ ছাড়া কেউ কারোরই
নেয় না তো খবর।
বন্ধু বলো স্বজন বলো
কিংবা প্রতিবেশী,
একটু খানি স্বার্থ পেলেই
হয় যে বেজায় খুশি।
জীবন চলার পথে জানি
বন্ধুরা হয় ভালো,
সে-ই জীবনে স্বার্থ এলে
সব হয়ে যায় এলোমেলো।
ব্যবসা বলো চাকরি বলো
কিংবা সংগঠন,
স্বার্থ ছাড়া যায়না পাওয়া
মনের মতো সুজন।
স্বার্থ ছাড়া জীবন গড়লে
হবে না কেউ পর,
উপকারী জীবন গড়তে ও
হতে হয় স্বার্থপর।
সময়কালঃ ১২.০৮.২০২৩
রাতঃ ১১:৩০ মিনিট
পলাশ - নরসিংদী