নরসিংদীর পলাশে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরন কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠান পালিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৩ রোজ শনিবার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদি ঈদগাহ মাঠে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল আলম এর সভাপতিত্বে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ বিভাগ ও সাধারণ জনগণের ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরন কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠান পালিত হয়েছে। আয়োজনে পলাশ উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল, পলাশ নরসিংদী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম গাজী। তাছাড়া পলাশ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সহকারী কামরুজ্জামান মিয়া সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।