নরসিংদী জেলার পলাশ উপজেলায় ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় হাসিনা হাকিম মা ও শিশু কল্যান কেন্দ্রের। শুক্রবার (১০ মার্চ) পলাশ উপজেলার বারারচর গ্রামে এই কল্যান কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মা ও শিশুর জন্য সাস্থ,চিকিৎসা ও অন্যান্য সেবা দেয়া হবে এই কল্যান কেন্দ্রে।
উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন পলাশ উপজেলার কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সাংসদ আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ হোসেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মোজাহিদ তুষার, উপজেলা শিক্ষা অফিসার, ইঞ্জিনিয়ার সহ আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও এলাকাবাসী। সকলের উপস্থিতিতে পবিত্র কোরআন তিলাওয়াতের স্থাপন করা হয় মা ও শিশু কল্যান কেন্দ্রের ভিত্তি প্রস্তর।
উক্ত অনুষ্ঠানে পলাশের সাংসদ আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ তার বক্তব্যে বলেন," আপনারা যেখানেই থাকেন, আপনাদের মৌলিক অধিকার রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনার বিকল্প নাই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে তাই বার বার নির্বাচিত করতে হবে"।
জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান তার বক্তব্যে বলেন" আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, যে না থাকলে বাংলাদেশ স্বাধীন হতনা। স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ কে, ৭৫ এ নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও যারা দেশের জন্য এখন পর্যন্ত নিজের জীবন দিয়েছেন সবাইকে"।
নরসিংদীর পলাশের বারারচর এলাকায় হাসিনা হাকিম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মান হলে পলাশের মা ও শিশুদের জন্য এক কল্যানকর প্রতিষ্ঠান হবে এটি। আজ এর ভিত্তি প্রস্তর স্থাপন হওয়াতে সাধারণ জনতা সাধুবাদ জানিয়েছে।
৬৭ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৭০ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৯১ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে
৯৪ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
১২৫ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৭৪ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮৭ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯৮ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে