জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী সম্পূর্ণ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত ৯টায় পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী বাজার সংলগ্ন সামছুল ইসলামের বাড়ীর সংস্কার কাজ করাকালীন গোসল খানার মেঝের কাজ করার সময় কর্মরত রাজমিস্ত্রি শ্রমিক নবিউল ইসলাম ও উজ্জল হোসেন সেখানে লাগানো লাউ ও পুঁই শাকের গাছ উপড়ে ফেলে কোদাল দিয়ে মাটি সরাতেই অর্ধ পচা জিন্সের প্যান্ট, বেল্ট দেখে এবং গর্ত থেকে লাশের পচা দূর্গন্ধ পেলে পাঁচবিবি থানায় খবর দিলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক ও সিআইডি সদস্যের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম জানান, মৃত দেহ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সম্পূর্ণ গলিত এবং কিছু হাড় পাওয়া গিয়েছে। ফরেনসিক সহ ডিএনএ টেস্টের পর পরিচয় সনাক্তকরণ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
২০ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৬ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে
২৮ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৩০ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে