জয়পুরহাটের কালাই উপজেলায় ফসলের মাঠ থেকে আব্দুর রহিম (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে উপজেলার পুনট ইউনিয়নের উথরাইল গ্রামের গড়বনালী নামক মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত আঃ রাহিম উপজেলার নান্দাইল দিঘি লকর গ্রামের মোতালেবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় বাড়ি থেকে বের হয় আঃরহিম৷ বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার উথরাইল গ্রামের গড়ব নালী নামক মাঠে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার মৃতদেহটি উদ্ধার করা হয়৷ নিহত আব্দুর রহিম তিনি অ্যাজমা হাঁপানি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি মাঝে মধ্য হারিয়ে যান , অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন । গতকালকে সন্ধ্যা ছয়টার সময় বাড়ি থেকে তিনি বের হয়েছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি বলেন, উথরাইল গ্রামের গড়ব নালীর মাঠের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করা হয়, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।