জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে সমন্বিত কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাত প্রকল্পের আওতায় ‘প্রাণিসম্পদ পণ্য বিক্রয় কেন্দ্র’ শীর্ষক খামার দিবস অনুষ্ঠিত হয়েছে।
জাকস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই মাঠ দিবসে ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, প্রকল্প ব্যবস্থাপক ডাক্তার জহুর আলী, মৎস্য কর্মকর্তা রাশিদুল ইসলাম চৌধুরী, প্রকল্পের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সুফিয়ান ও খাদেমুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার কৃষকগণ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রাণিসম্পদ পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপনের মাধ্যমে উদ্যোক্তা আব্দুল করিম সন্তোষ প্রকাশ করে বলেন, তার দোকান থেকে যে কোনো শ্রেণী পেশার মানুষ নিজের সাধ্য অনুযায়ী অল্প টাকায় মাংস ক্রয় করতে পারবেন। মানুষকে সাধ্যের ভিতর মাংস দেওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।
২ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
২৬ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৮ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৩০ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে