জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ বছরের শিশুকে ধর্ষনের চেষ্ঠা মামলায় গ্রেফতার ৫৬ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসমী মোঃ আজিজুল হক পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউপির অন্তর্গত সুলতানপুর গ্রামে। মামলা সুত্রে ও ভিকটিমের মা জানান ১০ ফেব্রুয়ারী (সোমবার) দুপুর আনুমানিক ০২.১৫ ঘটিকার সময় আমার ৭ বছরের বাচ্চাটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় আজিজুল হক তার বাড়ীতে কেউ না থাকার সুযোগে কৌশলে আমার মেয়েকে তার বাড়ীতে ডেকে নিয়ে যায় এবং আমার মেয়ের জামা খুলে বিভ্রস্ত করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং আমার মেয়ের পায়জামা খুলে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। উক্ত সময়ে আমার মেয়ে ভিকটিম সাদিয়া ডাক-চিৎকার করলে আমি ও আমার সাথে দুই জনকে নিয়ে দেখি আমার মেয়ে বিভ্রস্ত অবস্থায় আছে। এলাকাবাসী জানান আসমী আজিজুল হক এর পূর্বেও এরকম কাজ করেছেন।
আসামীর বাড়িতে কেউ না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলাম বলেন এবিষয়ে একটি মামলা হয়েছে তৎক্ষনাৎ ভিকটিম কে উদ্ধার করে আসামী গ্রেফতার করে আজকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।