মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবি পৌর পার্কে শুরু হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী পিঠা উৎসব।
২২ ফেব্রেুয়ারী (শনিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি তরুণ সমাজকে বাঙ্গালীর প্রিয় খাবার পিঠা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে বিশেষ ভূমিকা পালনের লক্ষ্যে এই আয়োজন করেন।
তারুণ্যের উৎসব উপলক্ষে হরেক রকমের পিঠার স্টোল যেখানে পাওয়া যাচ্ছে চিতই, পাটিসাপটা, দুধপুলি, নারকেল পুলি ইত্যাদি সহ নানা ধরনের স্বাদের পিঠা। পাশাপাশি রয়েছে উদ্দোক্তাদের নিজের হাতে তৈরি কুটির শিল্প, কাপড়সহ বিভিন্ন প্রকারের স্টোল যেখানে আবার ডিসকাউন্ট দিয়ে চলছে বেঁচে কিনা।
উদ্দোক্তারা বলেন, আমরা শিক্ষার্থী আমরা লেখাপড়ারর পাশাপাশি এই উদ্যোগ গ্রহন করেছি যে আমরা সংস্কৃতি থেকে দূরে সরে যায়নি তার প্রমান করতে এরকম আয়োজনের মাধ্যমে আমাদের প্রতিভা বিকাশ পাবে।উপজেলা প্রশাসনের এমন আয়োজনে আমরা খুশি এবং এরকম আয়োজন যেন প্রতিবছর অব্যহত থাকে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) মোঃ বেলায়েত হোসেন বলেন, তারুণ্যের উৎসবের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মাঝে অনেক প্রতিভা আছে যা এই উৎসবের মাধ্যমে আমাদের স্থানীয় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ পাবে।
৩ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
১৮ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
২০ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
২৩ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে