নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
সোমবার সকালে পাংশা কলেজ মোড়ে অবস্থিত ‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে’ পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দারদা ও পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পরে মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবসহ সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা সাড়ে ১০ টায় পরিষদ চত্তরে বিজয় মেলার উদ্বোধন করেন ইউএনও। পরে পাংশা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেনের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দারদা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লতিফ খান সহ মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিজয় দিবসের আয়োজন শেষ হয়।
৪ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
২০ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
২৭ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে