লালমনিরহাট কালীগঞ্জে যন্ত্রদানব ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী কসাই (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী আদিতমারী উপজেলার নামুড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
ঘটনার উপস্থিত পথচারীদের থেকে জানা যায়, সাইকেল আরোহী নিহত হোসেন আলী( কসাই) রাস্তার পাশেই সাইকেল নিয়ে দাড়িয়ে ছিলো। তখন পশ্চিম দিক থেকে একই সঙ্গে একটি ডিস্ট্রিক ট্রাক এবং একটি বালুভর্তি ট্রাক্টর - দুজনই রাস্তায় পাল্লা দিয়ে একে অপরকে ওভারটেক চেষ্টা করছিলো। এমতাবস্থায় দ্রুতগতির বালু বোঝাই ট্রাক্টরটি তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাকের চালক অতিদ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং যানা গেছে ট্রাক্টরটির মালিক আদিতমারী উপজেলার কাশিয়াবাড়ী এলাকার আব্দুল জলিলের ছেলে সিরাজুল ইসলাম।
কালীগঞ্জ থানার (ওসি তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এবং মৃত হোসেন আলী কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় ও বালুভর্তি ট্রাক্টরটি কালীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
৯৩ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
১১৩ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৫২ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৭১৯ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৭১৯ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭২০ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে