বিশ্বনবীকে কটুক্তি কারীদের ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
"বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান "
"রাসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন"
বিভিন্ন শ্লোগান দিয়ে আল্লাহ ও রাসুল( সাঃ) এর শানে বেয়াদবী ও কটুক্তিকারী রাখাল রাহা ও সোহেল হাসান গালিব এর ফাঁসি এবং রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিত নওগাঁর পত্নীতলায় তৌহদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ নজিপুর বাসস্ট্যান্ডে
ওলামা ও আইম্মা পরিষদ এবং সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পত্নীতলা ওলামা ও আইম্মা পরিষদের সভাপতি ও নজিপুর থানা মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পত্নীতলা উপজেলা সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন, নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের খতীব মুফতি মনিরুল ইসলাম জমিরী, পুরাতনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আইয়ুব আলী, সরকারি গোরস্তান মসজিদের খতীব মুফতি ইব্রাহীম খলীল, বাগমার মাদরাসার মুহতামীম মুফতি মুস্তাফিজুর রহমান, নজিপুর কওমি মাদরাসার শিক্ষক ও পুঁইয়া মসজিদের ইমাম মাওলানা আবু বকর, সাবেক এমপি হুমায়ূন কবির চৌধুরী, নতুন হাট মহিলা মাদরাসার মুহতামীম মাওলানা আবু হানিফ তজী, পলিপাড়া মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমান, সরদার পড়া মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম, পুরাতন বাজার কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মাওলানা রুহুল আমীন, কলনীপাড়া মহিলা মাদরাসার মুহতামীম মাওলানা মুসা প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম ওলামা সহ দ্বীনদার, ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ সাংবাদিক সুধিজন প্রমূখ।
এ সময় বক্তারা রাসুলকে কটুক্তিকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি, পরো রমজান মাস জুরে সকল অশ্লীলতা বন্ধ, তারবীহর সময় লোডশেডিং না দেওয়া, প্রকাশ্যে পানাহার নিষিদ্ধ করা, নামাজের সময় গান বাজনা নিষিদ্ধ করা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন এবং বিক্ষোভ করেন।