কক্সবাজারের পেকুয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) উলফাত জাহান চৌধুরী , সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসাইনসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, সিভিল সার্ভিসের জন্য জনগণ নয় বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য রক্ষা, ভূমি প্রশাসন, কৃষি উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, জনসংযোগ, পরিবেশ সংরক্ষণ, রাজস্ব আদায়, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক ও গণশিক্ষা, সামাজিক উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ইত্যাদি জনপ্রশাসনের মূল কর্মকাণ্ড।
বর্তমান সরকার পাবলিক সার্ভিস শতভাগ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে।
এসময় জনস্বাস্থ্য কর্মকর্তা জয়প্রকাশ চাকমা, আনসার ভিডিপি কর্মকর্তা ছাবেকুন নাহার, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক আবুল হাসেম, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
৩১ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
১০৬ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩২ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫৫ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬২ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে
১৬৭ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
১৭৩ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
১৭৫ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে