কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে জাফর(৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জাফর দুই সন্তানের বাবা। সে বারবাকিয়া রেঞ্জের আওতাধীন সামাজিক বনায়নে শ্রমিক হিসেবে কাজ করত।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ডলুবনিয়ার এনাইস্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর টইটং ইউনিয়নের আবাদিঘোনা এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার সহকর্মীরা জানান, বাগানের কাজ শেষে বাড়ি যাচ্ছিল জাফর। পথিমধ্যে হাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন তিনি। একপর্যায়ে হাতিটি জাফরের বুকে প্রচণ্ডভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলে জাফরের মৃত্যু হয়। হাতি চলে যাওয়ার পর অন্যান শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩১ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে
১০৬ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩২ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
১৫৫ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৬২ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬৭ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
১৭৩ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭৫ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে