রোববার বাদ আছর পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়ার মরহুম জননেতা এডভোকেট জহিরুল ইসলামের বাড়ীর মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মরহুম শফিউল আলমের স্ত্রীর বড় ভাই চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিন, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, এডভোকেট জহিরুল ইসলামের পুত্র জননেতা রাসেদুল ইসলাম ও মরহুম শফিউল আলমের ছোট ভাই বদিউল আলম।
জানাজা শেষে মহুরী পাড়া কবরস্থানে শফিউল আলনের দাফন সম্পন্ন করা হয়।
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার ভোর ৭টায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের এইচডিও তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৪৭ বছর। মৃত্যুকালে তিনি পিতা-মাতা স্ত্রী,তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক শফিউল আলম জাতীয় দৈনিক আমার সংবাদ, ইংরেজি দৈনিক নিউজ টু ডের কক্সবাজার প্রতিনিধি এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সদস্য ছিলেন।
৩১ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
১০৬ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩২ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫৫ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬২ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে
১৬৭ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
১৭৩ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
১৭৫ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে