লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

পেকুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ছয়, আহত ২০

কক্সবাজারের পেকুয়ায় সিএনজি অটোরিকশা স্টেশন দখল বেদখলের আধিপত্য বিস্তারের জের ধরে সিএনজি অটোরিকশা শ্রমিকদের দুপক্ষে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় উভয়ের ৬ জন গুলিবিদ্ধসহ আরও ১৫-২০ জন শ্রমিক আহত হয়।


আহতদের মধ্যে পথচারিও আহত হয় তাদের পরিচয় জানা যায়নি। আহতদের’কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে থানা পুলিশ।


শুক্রবার (২৮ জুন) দুপুর ৩ টায় পেকুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকার বদিউল আলমের ছেলে আবদুল কুদ্দুস মনু (৪০), পুর্ব গোঁয়াখালী এলাকার গিয়াস উদ্দিন এর ছেলে নয়ন (২৩), আন্নর আলী মাতবর পাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৪৫), একই এলাকার শওকত হোসেন (২২) অনেকের নাম জানা যায়নি।



হামলায় আরও আহত হলেন, মিয়াপাড়া এলাকার নুরুল হোসেন এর ছেলে মোজাম্মেল (৩০) ও পুর্ব গোঁয়াখালী এলাকার আনছার উদ্দিনের ছেলে আতিক আহমদ (২৪)।


অপরপক্ষে আহত হয় বারবাকিয়া পূর্ব জালিয়াখালি মোহাম্মদ সেকান্দর ছেলে মোক্তার আহমদ(২৬), আবুল বশরের ছেলে মোস্তাফিজুর রহমান (২৪), বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার আবুল হাশেমের ছেলে সাদ্দাম হোসেন (১৯), পশ্চিম বারবাকিয়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে জাহেদুল ইসলাম (২০), মোহাম্মদ নাজেম উদ্দিনের ছেলে মোহাম্মদ রুবেল (১৯), শফিউল্লাহ ছেলে মোরশেদ (১৯), মোহাম্মদ আলমের ছেলে তাউসিফ (২১), আব্দুল মোনাফের ছেলে মোহাম্মদ রাজিব (২৪), আক্কাস উদ্দিনের ছেলে মিনহাজ (১৯), আলতাসের ছেলে বাবু (১৭), মোহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ হালু (২৫) এবং মৃত মোহাম্মদ মিয়ার ছেলে জিয়াবুল (১৮) গুলিবিদ্ধ হয়।


জানা গেছে, সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠন নিয়ে পেকুয়ায় দুটি গ্রুপের মধ্যে সম্প্রতি দ্বন্ধ চরম আকার ধারণ করে। আধিপত্য বিস্তার ও টিকিট কাউন্টার দখল বেদখল নিয়ে মূলত তাদের এ বিরোধ। কক্সবাজার জেলা অটোরিকশা সিএনজি অটোট্রেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি১৪৯১ এর পক্ষে নেতৃত্বে দিয়ে আসছিলেন নাছির উদ্দিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বারেক। তাঁরা দীর্ঘ এক যুগ ধরে শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সম্প্রতি শ্রমিক নেতা মো. রফিক ও রফিকুল ইসলামসহ কয়েকজন মিলে বাংলাদেশ অটোরিক্সা সিএনজি শ্রমিকলীগ রেজি নং২০৪৪ এর পেকুয়া একটি কমিটি এনে সিএনজি শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন। দুই রফিকের নেতৃত্বে শ্রমিকরা গত কিছুদিন আগে উপজেলার ৯টি টিকিট কাউন্টার দখল নেয়।



ঘটনার দিন দুপুরে ও দুই রফিক কয়েকজন শ্রমিক ও কয়েকজন সন্ত্রাসী নিয়ে ফাঁসিয়াখালী স্টেশনে গিয়ে টিকেট ও লাইন-ম্যান দিয়ে কাউন্টার দখল করতে গেলে সংঘর্ষে লেগে যায়।


এদিকে আধিপত্য ও কাউন্টার দখল বেদখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শ্রমিকরা জানান, নাছির ও বারেকের নেতৃত্বে সিএনজি সংগঠন দখল করে দীর্ঘ দিন ধরে নিরহ সিএনজি শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে। এমনকি নতুন একটি সিএনজি লাইনে দিলে তাদেরকে পাঁচ হাজার টাকা চাঁদা দিতে হয়। আমরা অনেক হয়রানি হয়েছি।


বাংলাদেশ অটোরিক্সা সিএনজি শ্রমিকলীগ পেকুয়ার সভাপতি মো. রফিক বলেন, শ্রমিক পরিচয় দিয়ে একযুগ ধরে একটি সিন্ডিকেট চাঁদাবাজিতে মেতে ছিল। তাঁরা শ্রমিকের রক্ত-চুষে খেয়েছে। কিছুদিন আগে প্রকৃত শ্রমিকরা তাদের বিতাড়িত করে। সকালে ১০-১৫ জনের অস্ত্রধারী পেকুয়া বাজারে এসে লাইন-ম্যানদের মারধর করে তাড়িয়ে দিয়ে দুটি কাউন্টারে টোকেন দেওয়া শুরু করে। জুমার নামাজের পরে ফের বাজারে এসে তারা ত্রাস সৃষ্টি করে। এসময় শ্রমিকরা বাঁধা দিলে তাদের উপর মামুনুর রশীদ, মির্জা বাহাদুর, হানিফ, হারুনসহ বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালায়।


অপর দিকে কক্সবাজার জেলা অটোরিকশা সিএনজি অটোট্রেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পেকুয়ার সভাপতি নাছির উদ্দীন জানান সিএনজি কাউন্টার দখল করতে জয়নাল, হেলালসহ বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী আমার সিএনজি শ্রমিকদের উপর অহেতুক গুলিবর্ষণ করে কাউন্টার দখল করতে চেষ্টা করে। তারা কোন শ্রমিক সংগঠনের কেউ নই এবং তারা কোন শ্রমিক না। সাধারণ সম্পাদক বারেক ভাই বর্তমানে ঢাকায় ব্যবসায়ীক কাজে গিয়েছেন।


এদিকে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ধাওয়া ও পাল্টা ধাওয়া, গুলি বর্ষণের ঘটনায় প্রায় তিন ঘণ্টা দোকানপাট বন্ধ ছিল। মানুষের মধ্যে আতংক ও ভীতি ছড়িয়ে পড়ে। পরে পেকুয়া থানা পুলিশ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।


Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

২৯ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে





পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

১৬০ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে