অদ্য ১১ অক্টোবর মঙ্গলবার রায়পুরা উপজেলার দর্শনীয় স্থান পান্থশালায় মিলল যুবকের লাশ।পান্থশালার মেঘনা নদীর সায়দাবাদ নৌকা ঘাটে ইউসুফ মিয়া নামে ৩৮ বছর বয়সী এক যুবকের লাশ পাওয়া গেছে।
জানা গেছে নিহতের বাড়ি রায়পুরা উপজেলার চরাঞ্চলের। চরমধুয়া ইউনিয়নের সমিবাদ গ্রামে তার বাড়ি। উদ্ধারের সময় লাশের হাত মেহেদী রাঙা ছিল। লাশের কাছ থেকে একটি মোবাইল ও ৫৮৩০ টাকা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে বিকেলের দিকে পান্থশালা ঘাটে উপস্থিত জনতা মেঘনা নদীতে কালো শার্ট পরা একজনের লাশ ভেসে উঠতে দেখেন। পরে উপস্থিত জনতার সহায়তা লাশটি তীরে নিয়ে আসা হয়। যুবকের লাশ দেখতে উৎসুক জনতা ভীড় জমান।।উপস্থিত জনতার মধ্যে উক্ত যুবক কে কেউ চিনতে পারেনি।
তারপর রায়পুরা থানার সাথে যোগাযোগ করা হলে।পুলিশ এসে মৃত যুবকের নাম ঠিকানা পরিচয় বের করেন। তাৎক্ষণিক নিহত যুবকের পরিবার কে বিষয়টি অবহিত করেন রায়পুরা থানা পুলিশ।
রায়পুরা থানা পুলিশ লাশ থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে নিহত ইউসুফ মিয়া কিভাবে মারা গেছেন তা এখন ও বলা যাচ্ছেনা। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারনা জানা যাবে।
এই ঘটনার পর নিহত পরিবার ও তার গ্রামে শোকের মাতম চলছে।নিহতের পরিবার ও আত্নীয় সজনদের আহাজারিতে বাড়িতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। নিহতের বাড়িতে আশে পাশের মানুষের প্রচুর সমাগম ঘটেছে।
১৬৬ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
২১২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
২২৫ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
৩৪৭ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৫৬ দিন ২৩ ঘন্টা ১ মিনিট আগে
৪০৬ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৭১ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৭২ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে