রায়পুরায় বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত একজন। আজ শনিবার রায়পুরা উপজেলার চরাঞ্চলে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি পেশায় একজন ঝাল মূড়ি বিক্রেতা।
গ্যাস সিলিন্ডার বিস্ফুরেন নিহত ব্যাক্তির নাম নুরুল ইসলাম (৪০)। নিহত নুরুল ইসলাম চানপুর ইউনিয়নের বগডড়িয়াকান্দী গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত ঝাল মুড়ি বিক্রির পেশার সাথে জড়িত। সে নিজ গ্রামেই ঝাল মুড়ি বিক্রি করত। পাশাপাশি কিছুদিন যাবত বেলুন ফুলিয়ে বিক্রি করত।
তার স্ত্রী জানান, 'প্রতিদিনের মত আজ ও আমার স্বামী ঘোম থেকে উঠা কাজের জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বাসায় বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার অনেক শব্দ করে বিস্ফোরণ ঘটে। আমি বাইরে কাজ করতেছিলাম। আওয়াজ শুনে ঘরে প্রবেশ করে দেখি সিন্ডার বিস্ফোরণে মারাত্নক ঝখম হয়ে পরে আছে আমার স্বামী।'
পাড়া প্রতিবেশীরা বলেন, হঠাৎ বিকট শব্দ হয় নুরুলের ঘরে। কিছুখন পরেই তার স্ত্রীর আর্তচিৎকারে আমরা দৌড়ে নুরুলের ঘরে যায়। গিয়ে দেখি নুরুল অচেতন হয়ে পড়ে আছে গ্যাস সিলিন্ডার বিস্ফুরনে আঘাত পেয়ে। ঘটনাস্থলেই নিহত হয় নুরুল ইসলাম।
নুরুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার শোকের মাতম চলছে। এলাকার মানুষজন তার বাড়িতে ভীর করছেন দেখতে। চানপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোমেন সরকার বলেন 'বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন ঝাল মুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই'।
১৬৫ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
২১১ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
২২৩ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৪৫ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩৫৫ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪০৪ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
৪৭০ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে
৪৭১ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে