রামগড়ে তথ্য অফিসের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা রামগড়ে তথ্য অফিসের আয়োজনে (১৩-০৯-২০২২) তারিখ (মঙ্গলবার) রামগড় উপজেলার দারোগা পাড়ার পাড়া কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, র আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) জনাব ফারহানা রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাল্যবিবাহ,গুজব এবং সাম্প্রদায়িকতা রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলো নিয়ে মার্মা ভাষায় বক্তব্য রাখেন সিনিয়র পাড়াকর্মী জনাব মিনুচিং মার্মা এবং পাড়াকর্মী জনাব নেউক্রর চৌধুরী।
উক্ত উন্মুক্ত বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং গুজব বিরোধী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উক্ত উন্মুক্ত বৈঠকে দারোগাপাড়ার তৃণমূলের জনসাধারণ অংশগ্রহন করেন।
১৭ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
২২ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
২২ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে
২৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২৫ দিন ১৮ মিনিট আগে
৯৯ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
১০৯ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১১৪ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে