রামগড়ে শুরু হচ্ছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট
এমদাদ খান রামগড়( খাগড়াছড়ি) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে "শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট"- ২০২২ ।আয়োজকরা জানিয়েছে,রামগড় উপজেলা পরিষদ, প্রশাসন ও পৌরসভার সহায়তায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৩ হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে বাংলাদেশের যে কোন জেলার দল খেলায় অংশ নিতে পারবে। এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ সময় ৫ ই অক্টোবর। এন্ট্রি ফি জমার শেষ তারিখের পরেই খেলার সময়সূচি ও নিয়মাবলি জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে 01819624062 অথবা ০১৬৭৪১৯৪১৪২ এই নাম্বারগুলোতে পরামর্শ ও সহায়তা নিতে পারবে। অংশগ্রহনকারী দলের খেলোয়াড়দের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থার পাশাপাশি চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ হাজার টাকা ও রানার্স আপের জন্য ৩০ হাজার টাকার প্রাইজ মানি পুরস্কার ঘোষণা করে সংস্থারটির পক্ষ থেকে। এই টুর্নামেন্টর খেলা সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস। এই দিবসকে সামনে রেখে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধূলায় অংশগ্রহণে আগ্রহী করে তুলতে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই আয়োজন।
১৭ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
২২ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
২২ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে
২৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২৫ দিন ১৮ মিনিট আগে
৯৯ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
১০৯ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১১৪ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে