মো: জাহেদুল ইসলাম আল রাইয়ান
একজন যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিয়মিত কুরআন তেলাওয়াত করে। পর্দা করে চলাফেরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নত মেনে চলে। নিয়মিত কতই না এবাদত করে।কিন্তু এর পাশাপাশি একটি হারাম রিলেশনশিপ কন্টিনিউ করে। যা রীতিমতো কবিরা গুনাহ হচ্ছে। যে গুনাহ তাওবা ছাড়া কখনো ক্ষমা নেই। আল্লাহ তায়ালা এর ব্যাপারে বলেছেন "তোমরা যিনার ধারে কাছেও যেওনা"।আর এখনকার যুবসমাজ যিনার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে।শেষমেষ হারাম রিলেশনশিপে থাকা মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে পাবে কিনা তার কোন নিশ্চয়তা থাকে না। অধিকাংশ হারাম রিলেশনশিপ এর শেষ পরিণতি বিচ্ছেদ অথবা ধোঁকা।কিন্তু আপনার আমলনামায় পাপ গুলো থেকেই যাবে।অনেকে আবার বিয়ের উদ্দেশ্যে রিলেশন করে। বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে কোন গুনাহ হয় না,এমন যদি হতো। তাহলে কুরবানী করার নিয়তে চুরি ডাকাতি করা ও জায়েজ হতো।আবার অনেকেই বলে বিয়ে করে নিলে হারাম রিলেশনশিপের গুনাহ মাফ হয়ে যাবে।নিশ্চয়ই এটা একটা ভুল ধারণা। এক ঘন্টা বাঁচবে কিনা এটার নিশ্চয়তা নেই বিয়ে তো দূরের কথা। কবিরা গুনাহ কখনো তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক।
"হারাম রিলেশন কে না বলি,
হালাল সম্পর্ক গঠন করি"
৩ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৪৪ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪৮ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১৬০ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৬১ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬১ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে