কক্সবাজারের রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন ১ জন আসামীসহ ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (২ জুন) ২০২৪ সকাল ১০টার দিকে কক্সবাজার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন টেকনাফ হতে কক্সবাজারগামী বাস থামানো হয়। চালক’কে সন্দেহ হলে পুঙ্খনুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সীটের নীচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এবং গাড়ী চালক মোঃ আলম (৫৭), টেকনাফের পুরাতন পল্লান পাড়া, টি এন্ড টি সড়ক এলাকার মৃত শামসুল আলম এর ছেলে কে আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি অভিযান পরিচালনা করে ৩০ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চালক মোঃ আলম (৫৭), আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে আটককৃত আসামীকে রামু থানায় সোপর্দ করা হবে।
অধিনায়ক আরোও বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে আমাদের আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
২ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৪৭ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৫২ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫৯ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬০ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬০ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে