কক্সবাজারের রামুতে পানের বরজ থেকে একটি রাসেলস ভাইপার সন্দেহে একটি অজগর সাপ পিটিয়ে মেরেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার (২২ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটার এলাকা সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করার পর সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।
স্থানীয় সংবাদকর্মী মোহাম্মদ সাইদুজ্জামান জানান, সকালে মোস্তাক নামের এক চাষী পানের বরজে গেলে সাপটি দেখতে পায়। এতে আতঙ্কিত হয়ে লাঠি নিয়ে সজোরে আঘাত করে সাপটিকে অজ্ঞান করা হয়। পরে সেটি তিনি লোকালয়ে নিয়ে আসেন।
এ সময় এলাকার লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। তবে অনেকেই বলছে এটি বিষাক্ত রাসেল ভাইপার না। রাসেল ভাইপার ভেবে অজগর সাপকে মেরে ফেলা হয়।
স্থানীয়রা বলেন, সাপটিকে দেখার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, পানের বরজ ও ফসলের মাঠে এই ধরনের আরও সাপ থাকতে পারে। মানুষ বাসাবাড়িতেও সাপ দেখলে আৎকে উঠছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন রামু উপজেলা প্রশাসন।
২ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৪৭ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৫২ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫৯ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬০ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬০ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে