"পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে" এই শিরোনামে শব্দায়ন আবৃত্তি একাডেমির বিনোদন বিচিত্রা: আনন্দ সন্দেশ-১০ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ সন্দেশে শব্দায়ন পরিবার দিনব্যাপী নানান আনুষ্ঠানিকতায় আনন্দে মেতে উঠে।
শনিবার (১৩ জুলাই) রামু সেনানিবাসের দশদিগন্তে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
এসময় শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন বকুল বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রশিক্ষণ বিভাগ এবং জ্যেষ্ঠ শিক্ষার্থীরা পরিবারসহ আনন্দ, খাওয়াদাওয়া, স্মৃতিচারণ, কবিতা, গান সহ নানান কার্যক্রমের মধ্য দিয়ে আনন্দ সন্দেশ হয়। এবারও ১০তম আনন্দ সন্দেশের আয়োজন হয়েছে। দিনটি নানান কার্যক্রমের মাধ্যমে সারাদিন কাটিয়েছে শব্দায়ন পরিবার।
এসময় উপস্থিত ছিলেন, শব্দায়নের রামু উপকেন্দ্রের সহকারি পরিচালক সাংবাদিক সুনীল বড়ুয়া, সহকারি পরিচালক যথাক্রমে জ্যোৎস্না ইয়াসমিন, মিনহাজ চৌধুরী, হোছাইন রহমান রাইয়ান, ফয়েজ উদ্দিন, তৌহিদুর রহমান। নির্বাহী সদস্য আরোজ ফারুক, প্রশিক্ষক সোসান আমিন, অর্থ নির্বাহী শাইনুর আক্তার সাবরিনা, জ্যেষ্ঠ শিক্ষার্থী যথাক্রমে নজরুল ইসলাম, নাজনীন সুলতানা মেরি, রুবিনা পারভীন, চৈতী দাস, আব্দুর রশিদ মানিক, সামা আমিন, সানজিদুল ইসলাম মাহিন, নাদিয়া হোসাইন সৌরভী, উম্মে সালমা। আরো উপস্থিত ছিলেন রামুর বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম, সেলিম উদ্দিন শাকিল।
২ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৪৭ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৫২ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫৯ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬০ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬০ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে