অবশেষে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও প্রতিবাদের প্রেক্ষিতে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম।
সোমবার(১৯ আগস্ট) বিকালে তিনি লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন। পদত্যাগপত্রে তিনি দেশের চলমান পরিস্থিতি ও অধ্যক্ষের পদত্যাগের দাবীতে ছাত্র ছাত্রীদের আন্দোলনে কলেজের সার্বিক কাজ পরিচালনা দূরহ হয়ে পড়ায় কলেজের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন বলে জানান।
সোমবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের ১ দফা দাবীতে চট্রগ্রাম - কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা হতে শুরু হয়েছে এ বিক্ষোভ। এর ফলে মহাসড়কে দীর্ঘ ৬ ঘন্টা ধরে আটকা পড়েছে গাড়ির দীর্ঘ লাইন। বেলা ১২ টার দিকে বিক্ষোভ স্থানে আসেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। তিনি জানান, অধ্যক্ষ মুজিবুল আলম এর সাথে ফোনে কথা বলার চেষ্টা করে সংযোগ না পাওয়ায় কোন ব্যবস্থা নেয়া যাচ্ছিল না।
বিক্ষোভ স্থানে সব ধরনের গাড়ি,দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি , সেনাবাহিনীর গাড়ি ও সদস্যরা আটকা পড়েছিলো।
বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে হবে বলে জানান শিক্ষার্থীরা। অবশেষে ছাত্রদের দাবীর মুখে অধ্যক্ষ মুজিবুল আলম সোমবার সাড়ে ৩টার মধ্যে পদত্যাগ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানান। সর্বশেষ বেলা সাড়ে ৩টার দিকে অধ্যক্ষ পদত্যাগ করলে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে।
২ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৪৭ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৫২ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫৯ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬০ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬০ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে