বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে গত ২৯ জুলাই বাড়ি থেকে বের হয়েছিল জয় হোড় (২৫)। নিখোঁজের একদিন পর গত ৩০ জুলাই জয়ের বাবা অজিত হোড় রামু থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর নিখোঁজের ৩৮ দিন অতিবাহিত হলে-ও জয়ের সন্ধান দিতে পারেনি প্রশাসন।
এদিকে জয়ের বড় বোন কলি হোড় বলেন, "আমার ভাইকে দেখছি না আজ ৩৮ দিন হয়ে গেলো। জয়ের চিন্তায় মা এখন মৃত্যু শয্যায়। এখন পর্যন্ত প্রশাসন থেকে আশানুরূপ কোনো খবর দিতে পারলো না। আমি জানিনা আদৌও আমার ছোট ভাইটাকে খুঁজে পাবো কি-না। "
অন্যদিকে বৌদ্ধ সুরক্ষা পরিষদের রামু শাখার সভাপতি রিটন বড়ুয়া বলেন, " আমাদের কার্যক্রম চলমান আছে। জয়কে খুঁজতে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের যতটুকু সম্ভব কাজ করতে প্রস্তুত আছি। তারপরও জয়কে খুঁজে না পাওয়ায় আমরা আতংকিত। "
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সুনয়ন বড়ুয়া বলেন, ইতিমধ্যে আমরা জয় হোড়ের মোবাইল নম্বর ট্রেকিং করেছি এবং তাঁর বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু আশানুরূপ কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। এ বিষয়টি এখনো তদন্ত অব্যাহত আছে।
২ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৪৭ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৫২ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫৯ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬০ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬০ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে